আদালত ভবন চট্টগ্রাম। ফাইল ফটো।
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে ছাগল পালন কর্মসূচির সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের মামলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকৌশলী ও ঠিকাদারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুবরণ করায় আরেক আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে উচ্চ আদালতে আপিলের শর্তে তাদের জামিন দেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলী আকবর এবং ঠিকাদার রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়ার মেসার্স ডব্লিউ জেড এন্টারপ্রাইজের মালিক ওয়াহিদুজ্জামান।
দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ গণমাধ্যম কে জানান, কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মৃত্যুবরণ করার কারণে ওই কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. আলেক মণ্ডলকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দারিদ্র্য বিমোচনে ছাগল উন্নয়ন কর্মসূচির আওতায় চট্টগ্রামের হাটহাজারীতে নতুন খামারে ৫ ইউনিট গ্রোথ শেড নির্মাণের জন্য ৫৮ লাখ ৪৪ হাজার ৯১০ টাকায় কার্যাদেশ পেয়েছিল মেসার্স ডব্লিউ জে এন্টারপ্রাইজ। ২০০৭ সালের ২৮ অক্টোবর এর চূড়ান্ত বিল পরিশোধ করা হয়। তবে কাজের অনুপাতে সাড়ে ১৬ লাখ টাকা অতিরিক্ত বিল করা হয়। এ ঘটনায় ২০০৯ সালে দুদকের সহকারী পরিচালক অজয় কুমার সাথা মামলাটি করেন।