শরীয়তপুর জেলা পুলিশ সুপার কর্তৃক  নড়িয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন 

Uncategorized আইন ও আদালত বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর শরীয়তপুর জেলায় ৬ টি উপজেলায় ৯৮টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বাঙালি জাতির অন্যতম পরিচয় অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িকতার চেতনা ধারন করে বাঙালি জাতি দীর্ঘদিন ধরে ধর্মীয় উৎসব স্বতঃস্ফূর্ত ভাবে পালন করে আসছে।


বিজ্ঞাপন

এই প্রতিপাদ্য কে সামনে রেখে শরীয়তপুর জেলার  পুলিশ সুপার  মোঃ মাহবুবুল আলম নড়িয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মন্ডপে অবস্থানরত পূজা উদযাপন কমিটির সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।


বিজ্ঞাপন

পুলিশ সুপার  প্রতিটি পূজার মন্ডপে যেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকে সেজন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ আদিবুল ইসলাম সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *