বাগেরহাটের  শরণখোলায় বাল্যবিবাহ প্রতিরোধে  মোবাইল কোর্ট : বরও কনে পক্ষ কে ১০ হাজার টাকা জরিমানা  

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

বাল্যবিবাহের বর ও কনে পক্ষ।


বিজ্ঞাপন

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) :  বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী মীম আক্তার(১৩)। ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম পরিচালিত বিশেষ মোবাইল কোর্টে শামিম বর ও কনে পক্ষকে ১০ হািজার টাকা জরিমানা করেছেন।

নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামের মৃত্য বাদশা হাওলাদারের মেয়ে ও জনতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তারের সাথে খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মো: সরোয়ার হাওলাদারের ছেলে মোঃ ইসা হাওলাদার (১৯) সাথে বাল্যবিয়ের আয়োজন চলছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম শামিম শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ ইকরাম হোসেনের সহযোগীতায় গত বুধবার, ২৫ অক্টেবর, রাত সাড়ে এগারোটার দিকে কনের বাড়িতে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর মোঃ ইসা হাওলাদার ও কনের মা নাজমা বেগমকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে সাত দিনের জেল প্রদান করেন।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম শামিম বলেন, তার উপজেলায় বাল্যবিবাহ রোধে ভবিষ্যতেও এধরণের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

তিনি উপজেলার সচেতন মহলকে বাল্য বিবাহ রোধে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান। এছাড়া গোপনে কোনো বাল্যবিবাহের আয়োজন করা হলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও নিকাহ রেজিস্ট্রারকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি আস্বস্থ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *