গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছেন ঐতিহাসিক নৌকা বাইচের আয়োজকেরা।
সুমন হোসেন, অভয়নগর (যশোর) : যশোর জেলার অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার উদ্যেগে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় ভৈরব নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৭ নভেম্বর, বিকালে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আফিল গ্রুপের পক্ষে দৈনিক স্পন্দন পত্রিকার সম্পাদক মাহাবুর আলম লাভলু, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল জাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আবু নওশাদ, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ, সহকারী কমিশনার (ভুমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রবিউল হাসান সহ প্রমুখ।
শুক্রবার বিকালে নওয়াপাড়া বাজার সংলগ্ন ভৈরব নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা হবে বলে কয়েক দিন ধরে মাইকে প্রচার করা হয়েছে। যে কারনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, বৃদ্ধ-বনিতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নৌকা বাইচ দেখতে ছুটে আসে ভৈরব নদীর দুই তীরে। উৎসব মুখর পরিবেশে দুপুর ২টা থেকে শুরু হওয়া নৌকা বাইচ সন্ধ্যায় শেষ হয়।
ভৈরব নদীর তালতলাহাট এলাকা থেকে সকল বাইচের নৌকা ছাড়া হয় এবং নওয়াপাড়া বাজারের ফেরিঘাটে অতিথি মঞ্চ সংলগ্ন এলাকায় এসে প্রতিযোগীতা শেষ হয়। নৌকা বাইচে মোট ৬টি নৌকা ৩ বার প্রতিযোগীতায় অংশ নেয়। এই নৌকা বাইচ দেখতে ওই এলাকার মানুষের ব্যপক ভীড় ছিলো নদীর দুই তীরে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সুন্দরবন টাইগার নৌকা। তাদেরকে ৫০ হাজার টাকা প্রথম পুরষ্কার। দ্বিতীয় হয়েছে জয় মা কালি নৌকা। তাদেরকে ৪০ হাজার টাকা। এবং তৃতীয় মাগুরা টাইগার নৌকা। তাদেরকে ৩০ হাজার টাকা তুলে দেন অতিথি বৃন্দ সহ উপস্থিত সকলে।