নিরাপদ খাদ্যের মনিটরিং টিম কর্তৃক রাজধানীর ধানমন্ডি এলাকার খাদ্যস্থাপনা পরিদর্শন 

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী স্বাস্থ্য

রাজধানীর ধানমন্ডি এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমের সদস্যরা বিভিন্ন খাদ্যস্থাপনা পরিদর্শন করেছেন।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  :  আজ মঙ্গলবার  ২১ নভেম্বর,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম রাজধানীর ধানমণ্ডি এলাকায় (পিলখানা গেইট সংলগ্ন) খানাস, স্লাইস ও টেরিয়াকি খাদ্যস্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শন কালে মেয়াদোত্তীর্ণ খাদ্য পন্যের ব্যবহার, লেবেলবিহীন খাদ্যোপকরণের ব্যবহার, খাদ্যে পন্যের মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন, খাদ্যপণ্যে অনুমোদনহীন রঙের (খানাস) ব্যবহার,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণসহ অন্যান্য অসংগতি লক্ষ্য করা যায়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  মনিটরিং টিমের সদস্যরা এসব  খাদ্যস্থাপনা মালিক পক্ষ অথবা সংশ্লিষ্ট  প্রতিনিধিকে আগামী মঙ্গলবার  ২৮ নভেম্বর, বাংলাদেশ  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে উল্লেখিত  বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য নোটিশ প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *