জামালপুরের  সরিষাবাড়ী পোরসভার ডাস্টবিনের পচনের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

Uncategorized ঢাকা বিশেষ প্রতিবেদন সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:  জামালপুরের সদ্য ঘোষিত ১ম শ্রেণির সরিষাবাড়ী পৌরসভার প্রাণ কেন্দ্র আরামনগর বাজারের আলমি ফার্মেসীর সামনে মৃত কুকুর ও আবর্জনা পচনের দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও পথচারীরা। নাক চেপে ধরে ঢেকুর পারতে পারতে চলাচল করছে বাজারে আগতরা এবং ব্যবসায়ীরা। ডাস্টবিন ছেড়ে ময়লা এখন রাস্তায় যার ফলে ময়লার উপর দিয়েই চলাচল করতে হচ্ছে অটো রিক্সা, ভ্যান ও মোটর সাইকেল সহ পথচারীদের।


বিজ্ঞাপন

আজ শনিবার ২৩ ডিসেম্বর,বিকেলে সরেজমিনে পৌরসভার আরামনগর বাজার ও মাইজবাড়ী এলাকায় এমন দৃশ্য লক্ষ্য করা গেছে।পথচারী ও ব্যবসায়ীরা পৌর কর্তৃপক্ষের কাছে ডাস্টবিনের ও আবর্জনার দখলে রাস্তা হতে জনস্বার্থে আবর্জনা অপসারণ করার পদক্ষেপ গ্রহণের আশু দৃষ্টি কামনা করেছেন।


বিজ্ঞাপন

এ ব্যাপারে আরামনগর বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন, আব্দুল আজিজ ও সুরুজ্জামান অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ময়লা আবর্জনা পরিষ্কার না করায় দুর্গন্ধে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে।

পৌর কর্তৃপক্ষ যদিও এক মাস বা ১৫/২০ দিন পর পর ময়লা আবর্জনা পরিষ্কার করে কিন্তু পরিষ্কারের পর কোন ধরনের কেরোসিন ও ব্লিচিং পাউড়ার ব্যবহার করেন না বলে অভিযোগ করেন তারা ‌।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *