গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু  কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ :  দুদকের অভিযান 

Uncategorized অনিয়ম-দুর্নীতি আইন ও আদালত খুলনা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ -এর অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে গোপালগঞ্জ দুদকের একটি এনফোর্সমেন্ট টিম তদন্ত অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন

ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার  দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালানা করেন।

টিম পরিদর্শনকালে উল্লিখিত প্রতিষ্ঠানের ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ক্রয়কৃত বিভিন্ন  সামগ্রী এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জামাদি মেরামত ও ইনটেরিওর ডিজাইনিং -এর জন্য খরচকৃত অর্থের ভাউচারসমূহ সংগ্রহ করে।

ভাউচারের সাথে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে অসংগতি রয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযানকালে প্রাপ্ত সংশ্লিষ্ট অর্থবছরের ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র এবং অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে দুর্নীতি দমন  কমিশন দুদকের বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *