নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানার মামলার চার্জ শুনানি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার তিন আসামিকে অব্যাহতির আবেদনের উপরও শুনানি গ্রহণ করেন।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবর রহমান আগামী ২ মার্চ এ বিষয়ে আদেশ প্রদানের জন্য দিন ধার্য করেছেন।
কারাগারে থাকা ৭ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। ২ আসামি জামিনে থেকে আদালতে হাজির ছিলেন। তাদের উপস্থিতিতে চার্জ শুনানি অনুষ্ঠিত হয়। ১০ আসামির একজন পলাতক আছেন।
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’ জঙ্গি আস্তানায় রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত ও একজন (রিগ্যান) আহত হন। তারা সবাই জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানায় পুলিশ।
ওই ঘটনার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাস বিরোধী আইনে মিরপুর থানায় এ মামলা দায়ের করেন।