নিজস্ব প্রতিনিধি (সিলেট) : আজ মঙ্গলবার ১৯ নভেম্বর, সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ লাঠিটিলা বিওপি হতে নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল মৌলভীবাজারের জুড়ী সীমান্তের কচুরগুল নামক এলাকায় নিয়মিত টহলে গমন করে। আনুমানিক সকাল ০৭০০ ঘটিকায় ০২ জন ব্যক্তিকে সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে তাদেরকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা যথাক্রমে, বাগেরহাটের শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ হাওলাদারের ছেলে মোঃ মোহাবব্বত আলী হাওলাদার (৬৫) এবং মোহাবব্বত আলী হাওলাদারের ছেলে মোঃ রবিউল হাওলাদার (১৯)। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সাথে আরও ০৬ জন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কচুরগুল এলাকায় অবস্থিত চা বাগান হতে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে মোঃ সেলিম মিয়া (৪০), বরগুনার আমতলী উপজেলার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকনের ছেলে মোঃ মহিম (২৬), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আমতলী গ্রামের মৃত বুলু প্রামানিকের ছেলে মোঃ রাশেদ ইসলাম (৩৪), নারায়ণগঞ্জের ফতুল্য উপজেলার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ আবু নাঈম (২৪), কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দিঘর কল্লা গ্রামের নুরুদ্দিনের ছেলে মোঃ মামুন (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হবিনগর তাঁতীপাড়া গ্রামের ফুটো ঘোষের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫)।
আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ মোহাবব্বত আলী হাওলাদার ও তার ছেলে মোঃ রবিউল হাওলাদার এবং মোঃ আশরাফুল ইসলাম গত ১৬ নভেম্বর, দালালের সহায়তায় নিজ বাড়ী হতে বাসযোগে কুমিল্লায় আগমন করে এবং কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। ভারতের আগরতলা রেলওয়ে ষ্ট্রেশন হতে ভারতীয় পুলিশ তাদেরকে গতকাল সোমবার ১৮ নভেম্বর, আটক করে।
এছাড়াও মোঃ সেলিম মিয়া ও মোঃ মহিম বিগত ০১ বছর আগে ঝিনাইদহ সীমান্ত দিয়ে, মোঃ রাশেদ ইসলাম বিগত ১.৫ বছর আগে মোঃ আবু নাঈম বিগত ০১ বছর আগে, মোঃ মামুন (২৮) বিগত ০২ বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতের বেঙ্গালোর গার্মেন্টসে কাজ করে।
কাজের মেয়াদ শেষ হওয়ায় গতকাল সোমবার ১৮ নভেম্বর, বেঙ্গালোর হতে ট্রেন যোগে আগরতলায় আসার সময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ এর নিকট হস্তান্তর করে।
পরবর্তীতে ৯৭ বিএসএফ ব্যাটালিয়নের পেয়ারা চা বাগান ক্যাম্পের সদস্যরা আজ মঙ্গলবার ১৯ নভেম্বর, ভোর বেলায় সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে তারকাটার বেড়ার গেইট খুলে উল্লেখিত ০৮ জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। পরবর্তী বিজিবি’র টহলদল প্রথমে ০২ জনকে এবং পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহায়তায় আরও ৬ জনসহ মোট ০৮ জনকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের ভাষ্যমতে এবং তাদের পরিবারের সাথে মোবাইলে কথা বলে তাদের নাগরিকত্ব যাচাই করা হয়েছে।
ভারত হতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।