নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এর প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সহকারী পরিচালক মুঃ মাহবুবুর রহমান খান গতকাল গতকাল ৩ ডিসেম্বর, বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামের কৃতি সন্তান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের গর্বিত বাবা-মায়ের হাতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামের কৃতি সন্তান শহীদ আবু সাঈদের সমাধিস্থল পরিদর্শন ও কবর জিয়ারত করেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অসহায়, দুস্থ ও গরীব জনসাধারণদের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন।