!! প্রধান উপদেষ্টা সমীপে !!  শুধু প্রাতিষ্ঠানিক নয়, জনতা কেন্দ্রিক সরকারও পরিচালনা করুন

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।(ফাইল ফটো)


বিজ্ঞাপন

 

বিশেষ প্রতিবেদক :  বিগত সময় গুলোতে এ দেশ পরিচালনার দায়িত্বে যতগুলো সরকার এসেছিল তাদের সবচাইতে বড় ভুল ছিল তারা সবসময় প্রতিষ্ঠানকেন্দ্রিক দেশ পরিচালনা করায় ব্যস্ত ছিলো।


বিজ্ঞাপন

প্রতিষ্ঠানকেন্দ্রিক দেশ পরিচালনা করতে গিয়ে প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা সরকারি ভাবেই রাজনীতি করণ করে ফেলেছিল।

পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন আদালত,সংবাদপত্র সহ যতগুলো প্রতিষ্ঠান ছিল প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে সরকারিভাবে রাজনীতি করনের মূল কেন্দ্র ছিল।

আর এই প্রাতিষ্ঠানিকভাবে দেশ পরিচালনা করতে গিয়ে আমরা সাধারণ জনগণ সরকারের কাছ থেকে সাচ্ছন্দ্য পুর্ন জীবন-যাপনের জন্য যা যা প্রয়োজন তার অনেক কিছুই পায়নি।

দেশের প্রায় সকল সাধারণ নাগরিকদের নিত্য জীবনে সস্তির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দুটো অংশ হলো সঠিক বাজার ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা।

বাজারে যদি জিনিসপত্রের দাম সঠিক না থাকে আর রাস্তাঘাটে যদি ট্রাফিক সিস্টেম ভালো না থাকে তাহলে এই জনগণ দেশের কোথাও সরকার আছে বলে মনেই করে না।

সড়কের শৃঙ্খলা এবং বাজারের শৃঙ্খলা আমাদের মৌলিক অধিকারের সাথেও সম্পৃক্ত।

অতীতের কোন সরকারই এই দুটো জায়গায় জনগণকে মোটেও স্বস্তি দিতে পারে নাই।

এই দুটো জায়গায় স্বস্তি পাওয়ার পরেই মানুষের চাহিদা বাড়তে থাকে চিকিৎসা খাতে, শিক্ষা খাতে এবং অন্যান্য আরোও খাতগুলোতে।

মনে রাখবেন, এদেশের কোন সাধারণ জনগণ সংসদ ভবনে যায় না, সচিবালয়ে যায় না, দুর্নীতি দমন কমিশনে যায় না, নির্বাচন কমিশনে যায় না, এবং এই ধরনের কোন প্রতিষ্ঠানের কোন সংস্কারের সাথে সাধারণ জনজীবনের সস্তির সরাসরি কোন সম্পৃক্ততা নাই।

সাধারণ জনগণের কাছে ভোটের অধিকারের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যায্য মূল্যে এবং ভেজাল মুক্ত ডাল-ভাতের অধিকার।

যখন দেশের সকল সাধারণ নাগরিকরগণ ন্যায্য মূল্যে ভেজাল মুক্ত পণ্য কিনতে পারবে এবং আরাম করে খেয়ে-দেয়ে সুন্দর শৃঙ্খল রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে তখনই নাগরিক জীবনে নেমে আসবে প্রকৃত অর্থে স্বস্তি কিংবা শান্তি।

কথাগুলা খুব সহজ এবং সস্তা, কিন্তু আসলে সকল শ্রেণীর নাগরিকদের জীবনটা সহজ করার জন্য এ কথাগুলোর প্রকৃত বাস্তবায়নই একমাত্র জরুরি।

কিন্তু দেখা যাচ্ছে,বর্তমান সরকারও পুরনো সরকার গুলোর মতই প্রাতিষ্ঠানিক উন্নয়ন কিংবা সংস্কারের বিষয়ে সবচেয়ে বেশি সময় দিচ্ছে, কিন্তু জনগণের জন্য প্রথম যে দুটো জায়গাতে সবচাইতে বেশি নজর দেয়া দরকার ছিলো তারা সেদিকে এখন পর্যন্ত নজর দিচ্ছে বলে মনে হচ্ছে না।

এখনো বাজারে গেলে এবং রাস্তায় নামলে মনেই হয় না দেশে কোন সরকার আছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং রাস্তায় চরম বিশৃঙ্খলায় সাধারণ জনগণকে প্রতিদিনই চরমভাবে ভুগতে হচ্ছে।

কাজেই প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি জনগণের নিত্যনৈতিক জীবনে যে জিনিসগুলো অপরিহার্য সেগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনুন।

মনে রাখবেন, আপনারা রাষ্ট্রীয় যত সংস্কারই করেন না কেন, যদি জন-জীবনে কোন স্বস্তি না থাকে, আপনাদের সকল সংস্কারই সহসাই মুখ থুবড়ে পড়বে।

কাজেই শুধু প্রতিষ্ঠান গুলোর সংস্কার মুলক উন্নয়নই নয়, জন-জীবনের নিত্যনৈমিত্তির চাহিদা গুলোরও সার্বিক উন্নয়ন নিশ্চিত করুন এবং নাগরিক জীবনে সস্তি ফিরিয়ে আনুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *