কাজি সোহান (বরিশাল) : আগামী ১৩ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপ-পরিষদের আহবায়ক মোখলেছুর রহমান বাচ্চু গতকাল নির্বাচনী তফশিল ঘোষণা করেন। আগামী ২৩ তারিক মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৬ শে জানুয়ারি দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।
প্রার্থীর এককপি ছবি মনোনয়ন পত্রের সাথে জমা দিতে হবে। ২৭ শে জানুয়ারি প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২৮শে জানুয়ারি দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ২৯ শে জানুয়ারি দুপুর দুইটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
এদিকে নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে শংকা দেখা দিয়েছে। আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আফজালুল করিম বলেন, গত ১৫ বছর বিএনপির আইনজীবীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে থেকে ৬ জন সভাপতি/সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত নির্বাচনে বিএনপির যারা পরাজিত হয়েছেন তারাই এখন নির্বাচন কমিশন গঠন করছেন। আওয়ামী আইনজীবী পরিষদ অংশগ্রহণ করবে কি না তার এখোনও জানা জায়নি