নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চর জব্বার থানার ওসির সাথে মতবিনিময় করেছেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা চর জব্বার থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চর জব্বার থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলসভাবে কাজ করে চলেছি । পুলিশের সুনাম রক্ষার্থে সর্বদা প্রস্তুত রয়েছি । দেশের যেকোনো সমস্যায় আমরা সজাগ রয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান, বাংলাদেশ ভূমির গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো: আজহার আলী, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় বুরো হাজেরাতুন্নেছা, চর জব্বার থানা প্রতিনিধি মাইন উদ্দিন, সুধারাম থানার স্টাফ রিপোর্টার মো: জামাল, উদ্দিন, মোশারফ হোসেন প্রমুখো।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, আইনশৃঙ্খলা ও সুসম্মত রাখতে পুলিশের ভূমিকা অপরিসীম। পুলিশ জনগণের বন্ধু সেটা বাস্তবে পরিণত করতে হবে। এ সময় চর জব্বার থানার অফিসার ইনচার্জের হাতে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা তুলে দেন পত্রিকা কর্তৃপক্ষ।