ময়মনসিংহ প্রতিনিধি : আজ সোমবার ১৭ ফেব্রুয়ারী, সকাল ১০ টার সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ কর্তৃক আয়োজিত জেলা সমাবেশ ২০২৫ ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গনে অবস্থিত তারেক স্মৃতি অডিটিরামে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ।

সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের কমান্ডার আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহামিনা আক্তার, পুলিশ সুপার ডিএসবি ফাল্গুনী নন্দী।
