নিজস্ব প্রতিবেদক : হ্যান্ড স্যানিটাইজার নিয়ে সংকট তৈরির দিন শেষ। এবার হ্যান্ড সেনিটাইজার উৎপাদন করে বাজারে এনেছে শিল্প মন্ত্রণালয়। নাম দেয়া হয়েছে কেরু’জ। সম্প্রতি সময়ের আলোর সিটি এডিটর এবং চিফ রিপোর্টার হুমায়ন কবির খোকন তার ফেসবুক ওয়ালে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। তার পোস্টটি বাংলাদেশ জার্নাল এর পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল-
হ্যান্ড সেনিটাইজার নিয়ে সংকট তৈরির দিন শেষ। হ্যান্ড সেনিটাইজার উৎপাদন করে বাজারে এনেছে শিল্প মন্ত্রণালয়। ছবিতে শিল্প সচিব জনাব মো. আবদুল হালিমের হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটাই শিল্প মন্ত্রণালয় উৎপাদিত হ্যান্ড সেনিটাইজার। নাম দেয়া হয়েছে কেরু’জ হ্যান্ড স্যানিটাইজার। হ্যান্ড সেনিটাইজার তৈরিতে অ্যালকোহল লাগে। দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সরকারি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি চিনি উৎপাদনের সাথে বিশ্বমানের অ্যালকোহল উৎপাদন করে। একারণেই এই হ্যান্ড সেনিটাইজারের মানের বিষয়ে নিশ্চয়তা দেয়া যাচ্ছে। দেশে হ্যান্ড সেনিটাইজারের চাহিদা মেটাতে এই প্রতিষ্ঠান থেকে দ্রুততার সাথে বাজারে এলো হাত জীবানুমুক্ত করার লিকুইড। দামটাও হাতের নাগালে। ১০০ মি.লি সাইজের এই বোতলটির দাম মাত্র ৫০ টাকা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করারও সক্ষমতা রয়েছে এই প্রতিষ্ঠানের। কেউ এর ডিলার হতে চাইলে শিল্প মন্ত্রণালয় বা চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে যোগাযোগ করতে পারেন।
