চট্টগ্রামে ভয়েস ফর চট্টগ্রাম (ভিএফসি) এর আত্মপ্রকাশ

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

চট্রগ্রাম প্রতিনিধি  : চট্টগ্রামের প্রকৃত উন্নয়নের লক্ষ্যে ভয়েস ফর চট্টগ্রাম (ভিএফসি) নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ ঈসা চৌধুরীর সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা লায়ন সায়মা সুলতানার সঞ্চালনায় উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার সংগঠক এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ সংগঠনের আত্মপ্রকাশের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন

চট্টগ্রামবাসীর প্রাণের কথাগুলি তুলে ধরার জন্য চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের তরুন পেশাজীবীদের নিয়ে বিশেষ করে ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, নারী উদ্যোক্তা ও শিল্পী সহ অন্যান্য সকলকে একসাথে করে এই সংগঠন পরিচালনা করা হবে। তিনি ভয়েস ফর চট্টগ্রাম (ভিএফসি) এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তারিত ভাবে আলোচনা করেন।


বিজ্ঞাপন

চট্টগ্রামে স্বাধীনতার ৫৪ বছর পরেও আজ পর্যন্ত একটি বার্ন ইউনিট হয়নি। দুরারোগ্য ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য টেষ্টের পেট সিটি মেশিন এখনো চট্টগ্রামে নেই। স্বাধীনতার ৫৪ বছর পরেও এখন পর্যন্ত নতুন কোন বিশ্ববিদ্যালয় হয়নি এবং চট্টগ্রাম বাসীর চিকিৎসা নিশ্চিত করনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণে ২টি ইউনিট স্থাপনের দাবী তুলে ধরেন।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রো-ভিসি প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন সালাউদ্দিন আলী, সহযোগী অধ্যাপক ড. এ.জিএম নিয়াজ উদ্দিন, সাংবাদিক আলমগীর অপু, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, ডা. হাসানুল বান্না, ইঞ্জিনিয়ার আব্দুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যাংকার আব্দুল্লাহ আল রায়হান সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

ভয়েস ফর চট্টগ্রাম (ভিএফসি) এর সভাপতি ডাঃ ঈসা চৌধুরী বলেন চট্টগ্রামের বিভিন্ন সেক্টরে দূর্নীতি বন্ধের জন্য ভয়েস ফর চট্টগ্রাম (ভিএফসি) এর বিশেষ ভূমিকা থাকবে। সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের ধন্যবাদ জানিয়ে সবাইকে ভয়েস ফর চট্টগ্রাম এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার জন্য এবং একসাথে উক্ত সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাঃ মোঃ ঈসা চৌধুরী সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে ডিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আনিকা।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৩৬ সদস্যের ভয়েস ফর চট্টগ্রাম (ভিএফসি) এর আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে বিশিষ্ট চিকিৎসক ডাঃ ঈসা চৌধুরীকে সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার সংগঠক এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি লায়ন সালাউদ্দিন আলী, সহ সভাপতি যথাক্রমে এস এম হূমায়ুন পাটোয়ারী, এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফ হাসান চৌধুরী, ডাঃ হাসানুর বান্না, ব্যাংকার মেহরাব হোসেন খান, আবু মোহাম্মদ রাজিব উদ্দীন, ডাঃ শাকির উর রশীদ, ডাঃ মোঃ রবিউল হাসান, এডভোকেট কে আর এম খাইরুদ্দিন মোহাম্মদ চৌধুরী হিরু, কাজী শরীফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল বাশার, যুগ্ম সম্পাদক যথাক্রমে এডভোকেট মীর মোঃ আজম, লায়ন সায়মা সুলতানা মোঃ আলতাফ হোসেন, ডাঃ শাহেদ ইকবাল সানি, ডাঃ দাউদ সিদ্দিকী, ডাঃ ইসতিয়াক আরিফ, ডাঃ সামিউল করিম, ডাঃ জুয়েল রহমান, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ রকিবুল হাসান তান্না, আব্দুল্লাহ আল রায়হান, ডাঃ সৈয়দ মোহাম্মদ হোসেন ফাহাদ, ডাঃ মীর কাশেম মজুমদার, ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান কিরণ, ডাঃ আবু সাদাত মোঃ সায়েম, ডাঃ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাভিদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফাহাদ, সিনিয়র সদস্য প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক এ.জি.এম নিয়াজ উদ্দীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *