নড়াইলের রুপগঞ্জ বাজারে সরকারি যায়গায় রাতের আধারে দোকান ঘর নির্মান করে চাদাবাজি : কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোব

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  আজ রবিবার ২৩ মার্চ, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোব করেন,নড়াইল রুপগঞ্জ হকার্চ মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী’রা। এসময় মানববন্ধন ও বিক্ষোবে ব্যবসায়ী ইয়াকুব আলী,সৈকত,আব্দুল্লাহ্,জাকির হোসেন, হেদায়েত, মাজেদ, ছালাম,ছুবাহান শেখ,সবুজ,স্যামল ঠাকুর,তন্ময় চৌধরী ও সাকিলসহ আরো অনেকে বলেন,আমাদের না জানিয়ে রাতের আধারে ঘর নির্মান করে টাকার বিনিময়ে ঘর দিয়ে মাসুম জুমাদ্দার হাতিয়ে নিয়েছে মোটা টাকা,আমরা মাসুম জুমাদ্দারের বিচার চাই।


বিজ্ঞাপন

জেলা প্রশাসক বরাবর অভিযোগ সুত্রে জানায়ায়,নড়াইলের রুপগঞ্জ হকার্স মার্কেটর পুরাতন ব্যবসায়ীগণ সরকারের সড়ক উন্নয়নের জন্য হকার্স মার্কেট ভেঙ্গে দেয়ার পরে ব্যবসায়ী’রা পরিবার নিয়ে অসহায় হয়ে পড়ে এবং পরে ব্যবসায়ীদের কিছু না জানিয়ে সরকারি জায়গায় রাতের আধারে দোকান ঘর নির্মান করে আওয়ামী-লীগ নেতার ভাইসহ জেলা ছাত্র লীগের সভাপতি নাইম ভূয়ার ভাই কায়ুম ভূয়া,ছাত্র লীগ কর্মি অন্তুরের পিতা মরফুদুল, আওয়ামী-লীগের দোসর লিটন,ফিরোজসহ আওয়ামী-লীগের দোসরদের মোটা টাকার বিনিময়ে ঘর দিয়ে হাতিয়ে নিয়েছে মোটা টাকা।


বিজ্ঞাপন

মাসুম জুমাদ্দার ওরফে টুপি মাসুম। এদিকে,ব্যবসায়ী আব্দুস সুবাহান মোল্যা ও আব্দুলাহ্ ডিসি অফিসে তাদের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দেয়ায় আওয়ামী দোশর মাসুম জুমাদ্দার হুমকি দিয়ে অভিযোগ তুলে আনতে চাপ সৃষ্টি করে এবং আব্দুলাহ কে ঘাড় ধাক্কা দিয়ে অভিযোগ তুলে আনতে চাপ সৃষ্টি করে।


বিজ্ঞাপন

হকার্স মার্কেটের ব্যবসায়ী মো: সৌকত আলী’র কাছে ঘর নিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা চাদা দাবি করে, আওয়ামী দোশর মাসুম জুমাদ্দার বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ব্যবসায়ী আব্দুলাহ্, সুবাহানসহ একাধীক ব্যবসায়ীর কাছে চাদা দাবি করলে ব্যবাসীরা চাদা দিতে রাজি না হওয়ায় তাদের ঘর দেয়নি মাসুম জুমাদ্দার, টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের ঘর দিয়েছে।

মাসুম জুমাদ্দার সরকারি যায়গায় রাতের আধারে দোকান ঘর নির্মান করে মোটা টাকা চাদা বাজি করেছে। যে টাকা দিতে পেরেছে,সেই ঘর পেয়েছে এবং কোনো দিনও ব্যবসা না করা বেক্তীদের ঘর দেয়ায় তারা ঘর ভাড়া দিয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি শহরটা যানযট মুক্ত রাখতে সড়কের পাশ থেকে দোকান ঘর উচ্ছেদ করে শহরটা যানজট মুক্ত করতে জেলা প্রশাসকের কাছে আহব্বান করেন।

অভিযুক্ত মাসুম জুমাদ্দার ওরফে টুপি মাসুম কে তার ব্যবহারীত মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,সরকারি জায়গায় রাতের আধারে দোকান ঘর নির্মান করেছে এটা আমিও দেখেছে,ঈদের আগে ভেঙ্গে দিলে অমানবিক হয় এজন্য ঈদের ১ সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *