মোঃ সাইফুর রশিদ চৌধুরী : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ রোববার গোপালগঞ্জ পৌর ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায়। ঈদের জামাতে অংশ নিয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, দুরদুরান্ত থেকে যারা গোপালগঞ্জ প্রধান ঈদগাহে অনুষ্ঠিত জামাতে অংশ নিয়েছেন তাদের চলাচলের সুবিধার কথা চিন্তা করে গোপালগঞ্জের লাইফ লাইন বলে খ্যাত টেকেরহাট- ঘোনাপাড়া সড়ক উন্নয়ন কাজ দ্রুত গতিতে পরিচালনা করা হচ্ছে। আশা করছি সড়ক নির্মান কাজ যথা সময়ে শেষ হবে।

নামাজ পূর্ব বক্তব্যে ঈদ উল ফিতরের দিনেও ফিলিস্তিনের সাধারন মানুষকে অকাতরে হত্যা বন্ধের আহ্বান জানিয়ে জীবিত ও আহতদের ভোগান্তি নিরসনে বিশ্বশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম ও ঈদের জামাতের ইমাম মাওলানা হাফিজুর রহমান।

ঈদের জামাতে অন্যান্যের মধ্যে অংশ নেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ মাহমুদ কবির আলী প্রমুখ।

পরে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ফিলিস্তিনি জনগনের মুক্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনাসহ বিশ্ব শান্তির জন্য দোয়া পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম ও ঈদের জামাতের ইমাম মাওলানা হাফিজুর রহমান।