সুমন হোসেন, (যশোর) : যশোর জেলার শিল্প শহর ও বন্দর নগরী নওয়াপাড়া সংলগ্ন ও অভয়নগর উপজেলার ভৈরব উত্তর জনপদের একটি ঐতিহ্যবাহী জনগণের সেবা প্রাপ্তি স্থান বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ। বেশ কয়েক বছর ধরে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকান্ডে যথেষ্ট স্বচ্ছতা এবং অগ্রগতি লক্ষ্য করা গেছে।

ইউনিয়ন পরিষদ চত্বর এবং ইউনিয়ন পরিষদের ভবনের দিকে তাকালেই প্রাণ যেমন ভরে যায়, তেমনি ইউনিয়ন পরিষদের আভ্যন্তরীণ সেবামুলক কর্মকান্ড বেশ স্বচ্ছতাও ইউনিয়নবাসীর মন জয় করে দৃষ্টি কেড়েছে। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ তৈয়্যেবুর রহমান নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদের কার্যক্রমের যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানা গেছে।

ইউনিয়নে বেশ কয়েক বার জন্ম নিবন্ধন ও গ্রাম আদালতের বিষয়ে উপজেলা; এমনকি যশোর জেলায় প্রথম স্থান অধিকার করার মর্যাদা লাভ করেছেন। তারই ধারাবাহিকতায় শুধু যশোর জেলায় নয় খুলনা বিভাগের মধ্যে গ্রাম আদালত ও জন্ম নিবন্ধনে এ বছর প্রথম স্থান অধিকার করেছে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ।

এই খবর শুনে বুধবার সকালে ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিনিধি দল ওই পরিষদ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা গ্রাম আদালতে বিচার পদ্ধতি বিস্তারিত দেখে ও শুনে খুশি হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ডেনমার্ক থেকে আগত প্রবাসী বিশেষজ্ঞ পিইএম কনসাল্ট মি. অরেন ইপপ।
আরো উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকারের উপপরিচালক মো: রফিকুল হাসান, নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্কিটেকচার মো: হারুন উর রশীদ, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) ইউএনডিপি প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, লিগ্যাল এনানিস্ট বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ইউএনডিপি ৩য় পর্যায় ব্যারিস্টার মশিউর রহমান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল ফারুক, এসিএলজি যশোর মীম বিন মুস্তাফিজ, বাংলাদেশ গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্পের যশোর ডিস্ট্রিক্ট ম্যানেজার এ্যাডভোকেট মহিতোষ কুমার রায়, ইউএনডিপি’র কমিউনিকেশন এসোসিয়েট সোনিয়া ফারাজানা সহ প্রমুখ।
এ সময়ে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ তৈয়েব্যুর রহমান সহ বিগত ৪ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।তাদের সাথে এবং গ্রাম আদালতে ন্যায় বিচার পাওয়া সুবিধা ভোগিদের সাথেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইউএনডিপি’র প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন বর্তমান চেয়ারম্যান তৈয়েব্যুর রহমানকে। এর আগে ইউনিয়ন পরিষদ মাঠে ইউএনডিপি’র প্রতিনিধি দল পৌছালে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ উপস্থিত এলাকাবাসী।
এ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়্যেবুর রহমান বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সাধারন জনগণের সেবা করার জন্য। ইউনিয়ন পরিষদের সকল সেবা বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য।
নিরপেক্ষ ভাবে গ্রাম আদালতে বিচার সালিশ এবং জন্ম নিবন্ধনের বিষয়টি বেশ গুরুত্বের সাথে তদারকি করে থাকি। যে কারণে উপজেলা এবং যশোর জেলার মধ্যে বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করেছি। তারই ধারাবাহিকতায় খুলনা বিভাগের মধ্যেও আমার এই ছোট্ট একটি ইউনিয়ন এর কার্যক্রমে বিশেষ করে গ্রাম আদালত ও জন্ম নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অধিকার করেছি। আমার পরিষদের এই অর্জন অত্র ইউনিয়ন এলাকার সকলের সর্বাধিক সহযোগিতার জন্যে সম্ভব হয়েছে।
এজন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া ইউনিয়ন পরিষদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আউট লুকিং সৌন্দর্য করার চেষ্টা করেছি। ইউনিয়নবাসীর সহযোগিতা আছে বলেই এটা সম্ভব হয়েছে। যতদিন চেয়ারম্যান থাকবো জনস্বার্থে সব ধরনের কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ। এ পর্যন্ত ইউপিতে সরাসরি ৬০টি মামলা হয়েছে।
উচ্চ আদালত থেকে ৪ টি মামলা এসেছে এবং পূর্বের অপেক্ষামান মামলা ৩ টি। মোট ৬৭ টি মামলা বাঘুটিয়া ইউনিয়নে হয়েছে। তার মধ্যে ৬২টি মামলা শুনানির মাধ্যমে বিচার কাজ করে নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে বিচারাধীন রয়েছে ৫টি মামলা। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদটাকে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, খুলনা বিভাগের মধ্যে আমাদের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত ও জন্ম নিবন্ধনে প্রথম হওয়ায় ইউপি চেয়ারম্যান সহ সকলকে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। সকলের প্রতি শুভ কামনা ও অভিনন্দন রইলো।