“উপমা ভালোবাসার” কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব পূর্ব লন্ডনে অনুষ্ঠিত

Uncategorized আন্তর্জাতিক কর্পোরেট সংবাদ বিশেষ প্রতিবেদন সাহিত্য-সংস্কৃতি

লন্ডন প্রতিনিধি :  বৃটেনের ইস্ট লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে গত ২৯ শে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হলো কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” প্রকাশনা উৎসব।


বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে এবং এটিএন বাংলার সিনিয়র প্রডিউসার উর্মি মাজহার-এর দক্ষ সঞ্চালনায় এই বর্ণাঢ্য আয়োজনে ছিল সাহিত্য, সংস্কৃতি ও সমাজের বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতি।


বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন। অতিথি হিসেবে নিউহাম কাউন্সিলের চেয়ার ও ফার্স্ট সিটিজেন কাউন্সিলর রহিমা রহমান, ও বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই কবি আজিজুল আম্বিয়ারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে। ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে যোগ দেন ভারতের কবি শুভভাগত দীশ গুপ্ত সহ আরও অনেকে।

আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার ময়নূর রহমান বাবুল, ইতিহাসবিদ ফারুক আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সমাজসেবক আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, সাইদুর রহমান রেনু, কবি এ কে এম আবদুল্লাহ, আব্দুল আহাদ চৌধুরী,ও অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, বই প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হোন।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, সেজুতি চৌধুরী জ্যোতি সহ আরও অনেকে। আবৃত্তিগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বক্তারা বলেন, কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” শুধুমাত্র ভালোবাসার নয়, বরং দেশপ্রেম, প্রবাসজীবন, মানবতা, ফিলিস্তিন সংকট ও জীবনের নানামুখী রূপ তুলে ধরেছে। সুশীল সমাজের এই বিপুল অংশগ্রহণ কবিকে নতুন উদ্যমে সাহিত্যচর্চায় অনুপ্রেরণা জোগাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত সকলের উচ্ছ্বসিত প্রশংসা আর সম্মাননায় কবি আজিজুল আম্বিয়ারের সাহিত্য যাত্রার নতুন অধ্যায়ের শুরুটি হয়ে উঠল অনন্য ও গৌরবোজ্জ্বল।

বই প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর “কবি, সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার সহ নানা শ্রেণি পেশার সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *