নিজস্ব প্রতিবেদক : কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রচারিত ‘রাতে দেশ ছাড়তে পারেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু ” সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এমন ভুয়া, বিভ্রান্তিকর, গুজব সংবাদে জাতীয় পার্টি নেতৃবৃন্দ, নেতা-কর্মী ও দেশব্যাপী বিভ্রান্ত হচ্ছে।

এমন বানোয়াট সংবাদের তিব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আজ সারাদিন জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলাম।

আগামী কয়েক দিন দলীয় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকবো। গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।
