গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত 

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার ৮ মে সকাল ১০ টায় কাশিয়ানী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব বিশ্বজিত কুমার পাল।


বিজ্ঞাপন

গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তার বক্তব্যে বলেন, এখানে যে সকল সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তারা সকলে তাদের মাঠ পর্যায়ে যে সকল কাজ সম্পন্ন করে থাকেন সেখানে যে সকল স্টেক হোল্ডাররা থাকেন তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে।


বিজ্ঞাপন

বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে গ্রাম আদালতের সুবিধা পৌঁছে দিতে হবে। এসময় তিনি আরো বলেন যে সকল এনজিওরা ক্রেডিট প্রোগ্রামের কাজ করেন তাদের কাছে যে সকল সুবিধাভোগী আছে তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত।


বিজ্ঞাপন

সভাপতি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সকলের মাঝে পৌঁছে দিতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে যে সকল অংশীজনরা উপস্থিত আছেন তারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। আপনাদের সেই কার্যক্রমের সাথে গ্রাম আদালতের সুবিধাসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন এই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ার জন্য। আর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই গ্রাম আদালতে কোন অর্থ খরচ হয় না।

ফৌজদারী মামলার ফিস ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফিস ২০/ টাকা এই টাকা খরচ করে সর্বোচ্চ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।।উক্ত সমন্বয় সভা সঞ্চলনা করেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের এভিসিভি -৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসানাত খান।

উল্লেখ্য উক্ত সমন্বয় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ডিআরটি সদস্যগন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, ধর্মীয়নেতা, যুব সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এনজিও’র উপজেলা প্রতিনিধি সহ মোট ৩০ জন উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *