মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র ও একটি গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের একজন শহরের কেরামত প্লাজার মালিক রফিকুল ইসলাম মিনা (৩৫), অন্যজন তাঁর গাড়িচালক সাজ্জাদ (৩০) রবিবার দিবাগত রাত তিনটার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম মিনা সদর উপজেলার নিজরা সিকিপাড়া গ্রামের কেরামত আলী মিনার ছেলে। তাঁর সঙ্গে থাকা গাড়িচালক সাজ্জাদ একই এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ড. মো. রুহুল আমিন সরকার জানান, “বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ মেডিকেল কলেজের সামনে অবস্থান নেয়। সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশি করে ভেতর থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গাড়িতে থাকা দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।”

তিনি আরও বলেন, এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে বলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।