গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সুকান্ত মেলা অনুষ্ঠিত 

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  কিশোর বিপ্লবী ও প্রগতির  কবি সুকান্তের ৭৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ কোটালিপাড়ার উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় ১৩তম সুকান্ত মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার ১৩ মে বিকেলে কোটালিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিশ্বজিৎ কুমার পাল ও অতিরিক্ত জেলা প্রশাসক মো গোলাম কবির।


বিজ্ঞাপন

কবি সুকান্তের জন্ম ১৯২৬ সালে ১৫ আগস্ট তার মাতামহের বাড়ি ৪৩ মহিম হালদার ষ্ট্রিট কালিঘাট কলকাতায় । পিতা নিবারণ ভট্টাচার্য মাতা সুনিতী দেবী । পিতা ছিলেন স্বারস্বত লাইব্রেরীর স্বত্বাধিকারী যেটি ছিল বইয়ের প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র । কবি সুকান্ত ছিলেন ভাইদের মধ্যে দ্বিতীয় অন্যরা হল মনমোহন, সুশীল, প্রশান্ত, বিভাস, অশোক ও অমিয়।  শৈশবে স্কুলের ফোর ক্লাসের ছাত্ররা “সঞ্চয়” নামের হাতে লেখা পত্রিকা বের হতো যার নামকরণ ছিল সুকান্তের, সেই থেকেই শৈশবে বাগবাজারে কমলা বিদ্যামন্দির থেকেই লেখক হিসেবে তার হাতেখড়ি।


বিজ্ঞাপন

কবিতা রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য ছাড়পত্র (১৯৪৮), ঘুম নেই (১৯৫০), পূর্বাভাস (১৯৫০), মিঠে কড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ(১৯৬৫) তার মৃত্যু পরবর্তী প্রকাশিত। মার্ক্সবাদী প্রগতিশীল অকুতোভয়  কবি ১৯৪৭ সালের ১৩ মে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এ অনুষ্ঠানে জেলা উপজেলার  বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান গীতিনাট্য, দলীয়নৃত্য, আবৃত্তি ও বাউলগান পরিবেশ করেন।তন্মধ্যে উল্লেখযোগ্য গোপালগঞ্জ উদীচী জেলা সংসদ , কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমী। গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের শিল্পীদের পরিবেশিত পল্লী কবি জসীম উদ্দিন এর গীতিনাট্য “নকশী কাঁথার মাঠ” দর্শক শ্রোতাদের মুগ্ধ করছে।

সুকান্ত মেলা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দোকানীদের নানাবিধ পসরা, ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *