নিজস্ব প্রতিবেদক : রাজধানী হাতিরঝিল এলাকায় চুরির অভিযোগে অভিযান চালিয়ে চোরাই টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এই ঘটনাটি ঘটেছে রামপুরা মহানগর প্রজেক্টে ২ নম্বর সড়কে ৮ নম্বর বাসায় পাঁচ তলার আলাউদ্দিনের নিজ ফ্ল্যাটে।

বাসায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বাসার কেয়ারটেকার উজ্জল মিয়াকে(৩১) সনাক্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে গাজীপুর উজ্জলের নিজ বসায় অভিযান চালিয়ে চোরাই ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়। আটকের পর চোরাই টাকা দিয়ে একটি আলমারি ও একটি ফ্রিজ কিনলেও পুলিশ জব্দ করেছেন।

এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী।মামলা নম্বর ১৯ তারিখ ১০-৫-২০২৫ ধারা ৩৮১/৩৪ পেনাল কোড ১৮৬০। আটকের পর আদালতে চালান করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দীতে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।
জানা গেছে হাতিরঝিল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই খন্দকার সালেহ আবু নাঈম ও সঙ্গীহ ফোর্সসহ গাজীপুর জেলা আসামি উজ্জলের বাসায় অভিযান চালিয়ে আটক করেন।
অভিযানের সময় বাসার আলমারি থেকে ষাট লাখ ও তার বোনের বাসা থেকে চৌদ্দ লাখসহ চুয়াত্তর লাখ টাকা উদ্ধার করে পুলিশ। বাকি টাকা স্বর্ণালংকার ও ইউ এস ডলার উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে।
আসামি উজ্জল লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উদমারা গ্রামের সিদ্দিক উল্লার ছেলে। সে দীর্ঘদিন যাবত বাদী আলাউদ্দিন ভুঁইয়ার বাসায় নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করে আসছিলেন।