আগামীকাল ২০ মে বিশ্ব পরিমাপ দিবস

Uncategorized অর্থনীতি ইতিহাস ঐতিহ্য জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  আগামীকাল মঙ্গলবার  ২০ মে,  বিশ্ব পরিমাপ দিবস (World Metrology Day)। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য “Measurements for all times, for all people” অর্থ্যাৎ ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। প্রতিপাদ্যটিতে অতীত, বর্তমান এবং ভবিষৎতের পরিমাপের গুরুত্ব প্রতিফলিত হয়েছে।


বিজ্ঞাপন

এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন।


বিজ্ঞাপন

এছাড়া দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা: International Bureau of Weights and Measures (BIPM) এবং International Bureau of Legal Metrology (BIML) এর প্রধানগণ বাণী দিয়েছেন।


বিজ্ঞাপন

বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাতকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে।

দিবসটি উপলক্ষে আগামিকাল ২০ মে,  মঙ্গলবার, সকাল ১০ টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর অডিটরিয়ামে ০৪, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান।

শিল্প মন্ত্রণালয়ের সচিব  মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই’র প্রশাসক জনাব মো. হাফিজুর রহমান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *