সুপার রবিবার’ অফারে মাঠে বসে হামজা চৌধুরীর খেলা দেখার সুযোগ রবি গ্রাহকদের

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক   :  রবি আজিয়াটা পিএলসির সুপার রবিবার’ ক্যাম্পেইনে এবার যোগ হচ্ছে ফুটবলের উত্তেজনা। এ ক্যাম্পেইনের আওতায় আগামী ২৫ মে (রবিবার) রবি গ্রাহকদের জন্য থাকছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ভিআইপি টিকিট জেতার সুযোগ। ম্যাচটিতে প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন ইংলিশ লীগ মাতানো আন্তর্জাতিক তারকা ফুটবলার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচটি আগামী ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন

আজ ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে রবি। রবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, বাফুফে কার্যনির্বাহী কমিটি সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী, কামরুল হাসান হিলটন সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।


বিজ্ঞাপন

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘রবি ‘সুপার রবিবার’ ক্যাম্পেইন দ্বারা আমরা রবিবারকে গ্রাহকদের জন্য একটি আনন্দময় দিনে পরিণত করার লক্ষ্যে কাজ করছি, এবং এই যাত্রা শুরু হয় আরো ৬ মাস আগে। অত্যন্ত উৎসাহজনক সাড়া পেয়ে আমরা ২৫ মে সুপার রবিবারকে গ্রাহকদের জন্য আরও স্মরণীয় করতে হামজা চৌধুরীর খেলা দেখার সুযোগ নিয়ে এসেছি।’


বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হামজা ও শমিতের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিভাবান ও তারকা খেলোয়াড় জাতীয় দলে যোগ দেওয়ায় বাংলাদেশের ফুটবলকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়েছে। আমরা দেশের জন্য এমন ইতিবাচক উদ্যোগের সঙ্গে সবসময় যুক্ত থাকতে চাই। বাফুফের সহযোগিতায় আমাদের গ্রাহকদের জন্য এই অনন্য সুযোগ তৈরি করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।’

অনুষ্ঠানে বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, “রবির ‘সুপার রবিবার’ উদ্যোগে একসঙ্গে কাজ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। এই সহযোগিতার ফলে আমরা ১০ জুনের ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য আরো উৎসাহিত, এবং ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পার্টনারশীপ নিয়ে আমরা আশাবাদী।”

রবি সম্পর্কে  : রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *