কোটালিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বদলী বানিজ্যসহ নানাবিধ দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।


বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, কোটালিপাড়া উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত কোটালিপাড়া উপজেলায় যোগদান করার পরপরই কোটালিপাড়া উপজেলার ৮৭ নং বাহির শিমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা রানী সাহাকে বিধিবহির্ভূতভাবে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করে রিলিজ আদেশ দেন।


বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সহকারী শিক্ষক শিলা রানী সাহার বদলি প্রতিস্থাপন সাপেক্ষ ছিল। কিন্তু দেখা যায় শিলা রানী সাহার পরিবর্তে কোন শিক্ষক উক্ত স্কুলে যোগদান করেন নাই। শিলা রানী সাহার রিলিজ আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে প্রতি স্হাপন সাপেক্ষে একজন শিক্ষক যোগদান করায় শিলা রানী সাহাকে রিলিজ আদেশ দেয়া হলো।


বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে বাহির শিমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে   দেখা যায় প্রতিস্থাপন সাপেক্ষে কোন শিক্ষক যোগদান করেন নাই। উক্ত স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক জানান শিলা রানীর পরিবর্তে আমাদের স্কুলে কোন শিক্ষক যোগদান করেন নাই। আমাদের স্কুলে শিলা রানীসহ চারজন শিক্ষক ছিল কিন্তু শিলা রানী বদলি হওয়ার কারণে শিক্ষক সংকট দেখা দিয়েছে।

এ বদলি বিষয়ে আমাকে কোন প্রকার অবহিত করা হয়নি। এ বিষয়ে কোটালিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

কোটালীপড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিমাংশু বিশ্বাস জানান, বাহির শিমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রতিস্থাপন সাপেক্ষে কোন শিক্ষক যোগদান করেন নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্টরা জানান সহকারী শিক্ষা অফিসার হিমাংশু বিশ্বাস ও শিক্ষা অফিসারের যোগসাজশে এ ঘটনাটি ঘটিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *