তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন ফর্ম বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে গৌরীপুর দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা কৱেন- উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ. এফ. এম তারেক মুন্সি।