ঢাকায় ঐক্য পরিষদের চট্টগ্রাম-সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক   :  বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম-সিলেট বিভাগীয় প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকা ৮৭ পুরানা পল্টন লাইনস্থিত পল্টন টাওয়ারের চতুর্থ তলায় ৩০৫নং হল রুমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নিজস্ব কর্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, পরিমল কান্তি চৌধুরী, মিলন কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত সেন দীপু এবং কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ প্রমুখ।


বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহা।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার ও সদস্য বাদল ভৌমিকসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা কমিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন- জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা বলেন- সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে হলে ঐক্যের বিকল্প নেই। বক্তারা আরও বলেন- যেকোনো নামে একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিতে হলে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সকলের মতামতের ভিত্তিতে করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *