শাকিল হোসেন, (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কালিয়াকৈর পাশাগেট এলাকার মাঠে পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ দুলাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ।

পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহেল রানা, আহ্বায়ক সদস্য কবির হোসেন পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস আলী, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ রমজান আলী,২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আরমান আলী খান এবং ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লিটন শিকদার। এছাড়াও, পৌর ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পৌর শ্রমিক দলকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য সমন্বিতভাবে কাজ করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে শ্রমিকদের অধিকার আদায় এবং রাজনৈতিক কর্মসূচিতে শ্রমিক দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। শ্রমিক দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে
উপস্থিত নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, পৌর শ্রমিক দল আগামী দিনে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এর ফলে সংগঠনের ভিত্তি মজবুত হবে এবং যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করতে পারবে।