খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দসহ ২ জন গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শারমিন সরকার বৃষ্টি,  (খাগড়াছড়ি)  : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪,০০০ (চোদ্দ হাজার) প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে দীঘিনালা থানা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন

এছাড়াও ঘটনার সাথে ব্যবহৃত ২টি রেজিষ্ট্রেশনবিহীন মাহিন্দ্র গাড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবং অবৈধভাবে সিগারেট পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা উভয়ই মেরুং ইউপির সোবাহানপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় দীঘিনালা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৮, তারিখ ২৪.০৫.২০২৫।


বিজ্ঞাপন

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে রেজিষ্ট্রেশনবিহীন ২টি মাহিন্দ্র গাড়ি থেকে ১৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট (ORIS) জব্দ করা হয়।

যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা। এ সময় অবৈধভাবে সিগারেটগুলো পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) কে আটক করা হয়। এ ঘটনায় ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি রুজু করা হয়েছে এবং মামলা তদন্ত অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *