নিজস্ব প্রতিবেদক : শ্রমিকরা আজ বড়ই অবহেলিত। তাঁরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কারণে বহু কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে দূর্বিষহ জীবন যাপন করছে। শ্রমিকরা হতাশায় ভূগছে। কারণ তাঁরা আগামীতে নিজেদের কোন ভালো ভবিষ্যৎ দেখছেনা।

জনাব জি এম কাদের, নির্যাতিত,নিপীড়িত,নিষ্পেষিত শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

আজ সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মটর শ্রমিক পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব জি এম কাদের উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ ও হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
জাতীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মুক্তি, মোঃ হেলাল উদ্দিন, আক্তার হোসেন দেওয়ান,যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, মোঃ মিজানুর রহমান মিরু, সম্পাদক মন্ডলীর সদস্য মোড়ল জিয়াউর রহমান, আজহারুল ইসলাম সরকার, মোঃ আবু তৈয়ব, সমরেশ মন্ডল মানিক, শেখ মোহাম্মদ শান্ত, মোঃ আবু ওয়াহাব,ইন্জিনিয়ার জুবায়ের আহমেদ, কেন্দ্রীয় নেতা- মাসুদ চৌধুরী, মোঃ সামসুল হুদা মিয়া, মোঃ আসাদুজ্জামান খান, নেয়ামত উল্লাহ নবু, হুমায়ুন কবির মজুমদার, মাহবুবুর রহমান খসরু, মিজানুর রহমান চৌধুরী,আব্দুল কুদ্দুস মানিক, মোঃ মামুন খান, মোঃ জাকির হোসেন খান, মোঃ হাবিব সহ জাতীয় মটর শ্রমিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।