শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরাহাটের শরণখোলায় ভূমি মন্ত্রণালয় এর সহযোগিতায় ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মেলা উপলক্ষে একটি রেলী রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস চত্বরে শেষ হয়। ২৫ মে বিকেলে উপজেলার রায়েন্দা সদরে ভূমি অফিস চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সুদীপ্তি কুমার সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সোহাগ খান, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, জাইকা প্রকল্পের কর্মকর্তা রিয়াজুর রহমান, রায়েন্দা ইউনিয়ন সদর ভূমি অফিসের সার্ভেয়ার কানুনগো জিএম বাবলু, চারটি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা মাহবুব আলম,বাচ্চু মিয়া, নেয়ামত আলী ও আনিসুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা ভূমির সাথে সম্পৃক্ত তারা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হন। জমির মিটিশন সহ বিভিন্ন সমস্যা বক্তারা তুলে ধরেন এবং অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ প্রশ্নকারীদের প্রশ্নের উত্তরের সমাধান দেন।