সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ বুধবার (৯ জুলাই) দুপুরে।


বিজ্ঞাপন

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার সূচনা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পৌরপার্কে অবস্থিত মেলাস্থলে গিয়ে শেষ হয়। পরে পৌরপার্কে জেলা প্রশাসক ও যুগ্মসচিব মুহম্মদ কামরুজ্জামান ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


বিজ্ঞাপন

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক যুগ্মসচিব মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার, জেলা বন কর্মকর্তা মল্লিকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।


বিজ্ঞাপন

বক্তারা পরিবেশ সংরক্ষণে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে সবাইকে বনায়নে অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় ২০টি স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছের নানা জাতের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। ১৫ জুলাই পর্যন্ত চলবে এ মেলা।
পরিবেশপ্রেমী নাগরিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ প্রতিদিনই জমে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *