নিজস্ব প্রতিনিধি (খুলনা) : খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ বুধবার বিকাল ৪টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।

প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, দীর্ঘ সাড়ে ৩ বছর তিনি এ প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করেছেন। প্রধান নির্বাহী কর্মকর্তাকে একজন সরল মনোভাবের ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বিদায়ী এ কর্মকর্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি কেসিসি’র সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে নিজের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম বলেন, খুলনার সন্তান হিসেবে খুলনা সিটি কর্পোরেশনকে নিজের মনে করে কাজ করেছি। রাজনৈতিক পরিচয়কে মূখ্য না ভেবে সেবা দেয়াটাই মূখ্য মনে করেছি। সকলে মিলে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করেছি। কেউ ক্ষতি করতে চাইলে মহান আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং কেসিসিতে দীর্ঘ কর্মজীবনে ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং নিজের পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। উল্লেখ্য, তিনি ২০২১ সালের ডিসেম্বর মাসের ২১ তরিখ কেসিসিতে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন।

খুলনা সিটি করপোরেশন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মউল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান হাফিজ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান প্রমুখ অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। অনুষ্ঠানে কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।