নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহীন পাহাড়ে ডাকাতদলের আস্তানায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ১টি এলজি গান, ১টি ওয়ান শ্যূটার পিস্তল ও ১টি একনালা বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।

গতকাল সন্ধ্যায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির আভিযানিকদল টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ি জঙ্গলে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দল পালিয়ে যায়।

পরে বিজিবি আভিযানিকদল তাদের আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে ০১টি বিদেশী রিভলবার ২১ রাউন্ড রিভলবারের গুলি, ০১টি লং ব্যারেল একনলা গাদা বন্দুক, ০৩ রাউন্ড ছড়া গুলি ও ০৫টি খালি খোসা, ০১টি এলজি গান, ০১টি ওয়ান শুটার পিস্তল, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ০১টি লং বডি কিরিচ এবং ০২টি লং বডি রামদা উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং অজ্ঞাত ডাকাতদের শনাক্তকরণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রঙ্গীখালী গহীন পাহাড়ী জঙ্গলে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারী, ডাকাত, অপহরণকারী ও গুমকারী অপরাধীরা আস্তানা গেড়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবি’র এ ধরনের সাহসী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।