রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠ) : স্থানীয় যুবসমাজ ও অটো শ্রমিকদের উদ্যোগে নবগ্রাম-বরিশাল সড়কের স্বেচ্ছাশ্রমে আগাছা জঙ্গল অপসারণ করা হয়েছে। আজ বুধবার ১৬ জুলাই ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম-বরিশাল সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সড়কের দুই পাশ আগাছা ঘন জঙ্গলে আচ্ছন্ন থাকায় এটি যান চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

এছাড়া, জঙ্গলে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর বাসস্থান তৈরি হওয়ায় স্থানীয়দের দৈনন্দিন জীবনেও দেখা দিয়েছে আতঙ্ক। তবে এবার এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন স্থানীয় অটো শ্রমিক ও যুবসমাজ, যারা স্বেচ্ছাশ্রমে সড়কের জঙ্গল পরিষ্কারের মহৎ উদ্যোগ নিয়েছেন।

নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম-বরিশাল সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের দুই পাশে গাছপালা ও ঝোপঝাড় বেড়ে উঠেছে। এর ফলে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে এবং দিনের বেলায়ও অন্ধকারাচ্ছন্ন থাকে। স্থানীয়রা জানান, জঙ্গলের কারণে সাপ, বন্যপ্রাণী এবং অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে সড়কটি, যা নিরাপত্তাহীনতা বাড়িয়েছে ।

এমন পরিস্থিতিতে স্থানীয় অটো চালক ও যুবকরা স্বেচ্ছায় এগিয়ে এসে সড়কের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছেন। তাদের এই উদ্যোগে সাধারণ মানুষও সহযোগিতা করছেন। স্থানীয় বাসিন্দা খান আনিসুর রহমান পান্নু বলেন, “এতদিন কেউ এই সমস্যার দিকে নজর দেয়নি। যুবকরা নিজেদের উদ্যোগে কাজ করছে দেখে আমরা খুবই খুশি।”

এই উদ্যোগ শুধু সড়ক নিরাপদ করাই নয়, বরং সমাজে যুবসমাজের ইতিবাচক ভূমিকাকে আরও উজ্জ্বল করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদও তাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। নবগ্রাম ইউনিয়নের একজন সদস্য বলেন, “এ ধরনের স্বেচ্ছাসেবী কাজ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি সবাই এগিয়ে আসে, তাহলে আমাদের এলাকা আরও সুন্দর ও নিরাপদ হবে।”
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির নিয়মিত রক্ষণাবেক্ষণের দিকে নজর দেবেন। এছাড়া, যুবসমাজের পক্ষ থেকে সড়কের পাশে সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা বৃদ্ধির জন্য আলোকসজ্জা ও গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।
নবগ্রামের এই উদ্যোগ শুধু একটি সড়কই পরিষ্কার করেনি, বরং সমাজের উন্নয়নে যুবশক্তির গুরুত্ব। এমন স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা দেশের অন্যান্য এলাকার জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।