নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার ১৬ জুলাই সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী “জুলাই শহীদ দিবস” উপলক্ষে সারাদেশের ন্যায় কর্তৃপক্ষের প্রধান কার্যালয়সহ সকল নদী বন্দর/স্থাপনায় ১ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

এদিন সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিআইডব্লিউটিএ ভবনের ২য় তলায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এছাড়া সরকারি নির্দেশনার অংশ হিসেবে বাদ জোহর কর্তৃপক্ষের ১১ তলার মসজিদে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাতে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা; সদস্য (পরিকল্পনা ও পরিচালন) গ্রেড-২ ডঃ জিয়াউল ইসলাম, সদস্য (প্রকৌশল) এ, কে, এ, এম ফজলুল হক; সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অবঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন; পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) কাজী ওয়াকিল নওয়াজ মহোদয়সহ প্রায় সকল বিভাগীয় প্রধান ও তাঁদের অধস্তন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

উল্লেখ শহীদ দিবস উপলক্ষে প্রধান কার্যালয়ের বাহিরে কর্তৃপক্ষের সকল নদী বন্দর, ড্রেজার বেইজ, ডিপিইটিসি, এসপিটিআই, ড্রেজ ইন্সটিটিউট, পাইলট হাউসসহ সকল শাখা/আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ শহীদদের মাগফিরাতের জন্য সংশ্লিষ্ট মসজিদসমূহে বিশেষ দোয়া করা হয়।