নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের হাতে জাতীয়তাবাদী ছাত্র সংস্থা (এনসিপি)-এর ছাত্রনেতাদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রতিনিয়ত সারা দেশে গণতান্ত্রিক অধিকার হরণ, ছাত্র-জনতার কণ্ঠরোধ এবং রাষ্ট্রক্ষমতাকে জোরপূর্বক ধরে রাখার জন্য যে দমন-পীড়ন ও সন্ত্রাস চালানো হচ্ছে, এই হামলা তারই ধারাবাহিকতা। ছাত্রনেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে—তারা তরুণ সমাজের গণতান্ত্রিক চেতনাকে দমন করতে চায়, মুক্তচিন্তার বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্র সমাজের সাহসী এই কর্মীদের ওপর হামলা কেবল একটি রাজনৈতিক দলের নয়, পুরো জাতির ভবিষ্যতের ওপর হামলা। মৎস্যজীবী সমাজ মনে করে, এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সারা দেশের তরুণ সমাজের মাঝে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছে:

১. গোপালগঞ্জের হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। ২. আহত ছাত্রনেতাদের সুচিকিৎসা ও নিরাপত্তা দিতে হবে। ৩. সারাদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. দেশজুড়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকল প্রকার বাধা ও দমন-পীড়ন বন্ধ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী মতের প্রতি সহনশীলতা থাকা উচিত। কিন্তু আওয়ামী লীগ বরাবরের মতোই ফ্যাসিবাদী চেতনায় বিশ্বাসী থেকে তরুণ সমাজের কণ্ঠরোধ করছে।
আমরা সারা দেশের মৎস্যজীবী সমাজসহ দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই—এই দমননীতি ও ফ্যাসিবাদী হামলার বিরুদ্ধে সোচ্চার হোন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা নিন।