গোপালগঞ্জে থমথমে অবস্থা  : ৪ জনের মৃত্যু,  চলছে কারফিউ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল।


বিজ্ঞাপন

কারফিউ মেয়াদ বাড়িয়ে আগামীকাল ১৯ জুলাই  দুপুর ১২ টা পর্যন্ত করা হয়েছে। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিথিল থাকবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ট পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন

এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। সহিংসতায় মৃতের মধ্যে পরিচয় জানা গেছে ৪ জনের, তারা হলেন ধোপাকান্দির আলো আক্কাস সরকারের ছেলে হৃদয় সরকার যাকে রমজান কাজী নামে প্রকাশ করা হয়েছে এবং দীপ্ত সাহা, উদয়ন রোড, গোপালগঞ্জ,  সোহেল রানা টুঙ্গিপাড়া,  ও ইমন তালুকদার আড়পাড়া,গোপালগঞ্জ।


বিজ্ঞাপন

বুধবার রাতভর সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, শুধু খেটে খাওয়া মানুষজনই জরুরি প্রয়োজনে বাইরে আসছেন। এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।


বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেড় হাজারের বেশি পুলিশ সদস্য, সেনাবাহিনী, ৪ প্লাটুন বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। মাইকিং করে জনগণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।এদিকে যৌথ বাহিনীর অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *