রাজধানীর রেলওয়ে ভবন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় কফি ও কাজুবাদাম চাষ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

# বাংলাদেশ রেলওয়ের “লাগেজ ভ্যান প্রকল্প, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, # দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার “মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি”,#  পার্বত্য চট্টগ্রাম এলাকায় কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” #  বিভিন্ন প্রকারের অনিয়ম ও দুর্নীতি’র অভিযোগ #


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশ রেলওয়ের “লাগেজ ভ্যান প্রকল্প”–এ সরকারি অর্থ অপচয় ও সেবায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়, ঢাকা থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযানে লাগেজ ভ্যান প্রকল্পের কেনাকাটা সংশ্লিষ্ট দরপত্র সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। অন্যান্য অনিয়ম সংক্রান্তে যাচাইয়ের নিমিত্ত টিম কর্তৃক কিশোরগঞ্জ এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুটি সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, প্রতিটি কোচের টয়লেটের জন্য বরাদ্দ থাকা সাবান, হ্যান্ডওয়াশ, টিস্যু, এয়ার ফ্রেশনার ইত্যাদি সামগ্রী সরবরাহ করা হয়নি, তবে রেজিস্ট্রারে এন্ট্রি দিয়ে ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে এবং ট্রেন পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন

নমুনা হিসেবে পরিদর্শিত ট্রেনের তথ্য ও কতিপয় যাত্রীদের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে ভ্রমণরত অধিকাংশ ট্রেনের এসি কোচ সমূহে কিছু কনজিউমেবল আইটেম সরবরাহ করা হলেও নন-এসি কোচে সরবরাহ করা হয় না মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।


বিজ্ঞাপন

এতে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে এবং সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নোবিপ্রবির প্রো-ভিসির সাথে অভিযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট আইন বিভাগের সহযোগী অধ্যাপক নিয়োগ সংক্রান্ত বোর্ডের সভায় গৃহীত নীতিমালা, নিয়োগ বিজ্ঞপ্তি, বিভাগীয় প্ল্যানিং কমিটির কাগজপত্র সহ প্রয়োজনীয় রেকর্ডপত্র/ কাগজপত্র সংগ্রহ করা হয়। সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে আউটসোর্সিং জনবল নিয়োগের দরপত্র প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগ 

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে আউটসোর্সিং জনবল নিয়োগের দরপত্র প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, দিনাজপুর হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

টিম মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিদর্শনপূর্বক অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। টিম সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপুর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

পার্বত্য চট্টগ্রাম এলাকায় কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” বাস্তবায়নে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

“পার্বত্য চট্টগ্রাম এলাকায় কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” বাস্তবায়নে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা কালে টিম কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে উপস্থিত হয়ে প্রকল্প পরিচালকের নিকট হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ড অনুযায়ী, প্রকল্পটি তিন পার্বত্য জেলার ১২টি উপজেলায় বাস্তবায়িত হয়।

সংগ্রহকৃত তালিকার ভিত্তিতে রাঙ্গামাটি সদর ও কাপ্তাই উপজেলার ৬টি বাগান সরেজমিন পরিদর্শন করা হয়। পাশাপাশি উপকার ভোগীদের বক্তব্যও গ্রহণ করে দুদক টিম। অভিযোগের বিশদ যাচাই ও রেকর্ডপত্র পর্যালোচনার পর টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *