গোপালগঞ্জ সহিংসতা  : ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তদন্তের আশ্বাস উপদেষ্টার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মো. ফাউজুল কবির খান। তিনি বলেন, “এই ঘটনায় আমরা বিচার বিভাগীয় তদন্ত করব। কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমাদের নজর থাকবে।”


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এই ঘটনায় অনেকে হতাহত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে আমরা সজাগ থাকব।”


বিজ্ঞাপন

এর আগে সকালে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসান সহিংসতায় ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেন। সকাল সাড়ে ১০টায় তাঁরা কারাগারে গিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।


বিজ্ঞাপন

পরে তাঁরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এর মধ্যে ছিল জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ এলাকা এবং এনসিপির পূর্বনির্ধারিত সমাবেশস্থল পৌর পার্ক, যেখানে সহিংসতার ক্ষতচিহ্ন স্পষ্ট।

এই সফরে উপদেষ্টাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার সরফউদ্দিন আহমেদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক তানিয়া জামান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও রকিবুল হাসান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় উপদেষ্টারা জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির মাত্রা এবং ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *