নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাই চক্র ‘তরুণ গ্যাং’এর প্রধান তরুণ মিয়া (২৩) সহ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। তরুণ মিয়া (২৩) ২। ইমরান হোসেন ফয়সাল (২০) ৩। মো. সোহরাওয়ার্দী (২৫) ও ৪। মো. মামুন মিয়া (২৭)।

সিটিটিসি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ২২ জুলাই, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় ধারালো অস্ত্র যেমন চাপাতি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সর্বস্ব লুট করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
