সুমন হোসেন, (যশোর) : খুলনা থেকে প্রকাশিত দৈনিক ইবি নিউজ এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। ৮ আগষ্ট শুক্রবার সকালে খুলনা পিকচার প্যালেস মোড় সংলগ্ন হোটেল গোল্ডেন কিং এর ৫ম তলায় দৈনিক ইবি নিউজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা শেষে সকলের অংশ গ্রহনের মাধ্যমে পিকচার প্যালেস মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা খুলনা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলি প্রদক্ষিন করে তা একই স্থানে এসে শেষ হয়।

শুক্রবার সকালে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসতে থাকে দৈনিক ইবি নিউজ পত্রিকা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষী এবং অতিথি বৃন্দরা। সকাল ১১ টায় আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে পত্রিকা পরিবারের সদস্যরা ফুলের শুভেচ্ছা জানান। প্রবিত্র কোরআন তেলওয়াত করে আলোচনা পর্ব শুরু করা হয়।

দৈনিক ইবি নিউজ পত্রিকার সম্পাদক প্রকৌশলী জাবেদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সুমন সরদার। এর আগে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু।

ইবি নিউজ সম্পাদক প্রকৌশলী জাবেদ হোসেন বলেন, হাটি হাটি পা পা করে আজকে ৩টি বছর পার করে দৈনিক ইবি নিউজ ৪র্থ বছরে পর্দাপণ করেছে। সকলের সহযোগিতা নিয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়াবে ইবি নিউজ।
সকল প্রকার সামাজিক সমস্যা ও অসংগতি তুলে ধরার মাধ্যমে দৈনিক ইবি নিউজ হবে সাধারন মানুষের একমাত্র আস্থার ঠিকানা। অসহায় মানুষকে নিয়ে লেখার মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ফলে মানুষ খারাপ কাজ করতে ভয় পাবে। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি, সংবাদ পত্রের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষের সেবা করে যেতে চাই।
আইসিটি সম্পাদক মোঃ ফরহাদ হোসেন ও সহকারী বার্তা সম্পাদক কলি আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক ইবি নিউজ পত্রিকার প্রকাশক মোঃ মাসুম সরদার।
তিনি বলেন, একটি পত্রিকা সমাজের দর্পণ। সকল অন্যায়-অপরাধ ওই দর্পণে ফুটিয়ে তোলা একজন সাংবাদিকের দায়িত্ব। নিয়মিত তথ্য সংগ্রহ করে নিউজ কাভারেজ করা প্রতিটি সাংবাদিকের কর্তব্য। সকলে তার নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করলে সাধারন মানুষ উপকৃত হবে, ইনশাআল্লাহ।
এ সময়ে বক্তব্য রাখেন, ইবি নিউজ পত্রিকার বার্তা সম্পাদক নাহিদ জামান, খুলনা বিভাগীয় প্রধান মোঃ আজিজুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুন অর রশীদ, রুপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বিশ্বাস, পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাজিম সরদার।