গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় খাদ্য গুদাম নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি স্থানীয়দের

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় খাদ্য গুদাম নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে পুরনো জং ধরা রড ও নিম্নমানের সিঙ্গেলস পাথর। এতে প্রকল্পের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণ কাজে জড়িতদের কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় অনিয়মকে আড়াল করার চেষ্টা চলছে।

ন্যাশনাল প্রেস সোসাইটি টুঙ্গিপাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর শেখ জানান, অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন দপ্তরে ফোন করে বাধা সৃষ্টি করা হচ্ছে।


বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি নীতি ও নির্ধারিত মানদণ্ড অনুযায়ী গুদাম নির্মাণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকল্পে মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করা হোক।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *