এলিন মাহবুব : বাংলাদেশে স্ট্রোক এখন নীরব মহামারির মতো ছড়িয়ে পড়ছে।বাংলাদেশে প্রতিবছর অনেক মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, যার মধ্যে হাজার হাজার মানুষ অল্প বয়সেই অক্ষম হয়ে পড়েন। সমস্যা হলো এই রোগের সরাসরি কোনো নিরাময় নেই।

ডাক্তাররা সাধারণত যা করতে পারেন তা হলো : সিটি স্ক্যান/এমআরআই করে রোগ নির্ণয় করা, ব্লাড প্রেসার ও সুগার কন্ট্রোল করা, লম্বা সময় ধরে ফিজিওথেরাপি দিয়ে ধীরে ধীরে উন্নতির চেষ্টা করা।
কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে বিশ্বে এমন একটি ঔষধ আছে যেটা স্ট্রোক রোগীকে অলৌকিকভাবে সুস্থ করে তুলতে পারে, যদি ঠিক সময়ে প্রয়োগ করা যায়।
ঔষধটির Alteplase। এটি ব্লাড ক্লট ভেঙে রক্তপ্রবাহ স্বাভাবিক করে তোলে।

শর্ত হলো : এটি প্রয়োগ করতে হবে স্ট্রোক হওয়ার ৪.৫ ঘণ্টার মধ্যে, রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে, রোগী যদি হেমোরেজিক (রক্তক্ষরণজনিত) স্ট্রোক না হয়

একটি ভায়াল (৫০ মিগ্রা) এর দাম প্রায় ৫০ হাজার টাকা।গড়পড়তা রোগীর জন্য প্রয়োজন হয় ২ ভায়াল।অর্থাৎ মোট খরচ দাঁড়ায় প্রায় ১ লাখ টাকা।অধিকাংশ পরিবার এই চিকিৎসার কথা শুনেই ভেঙে পড়ে। কারণ গরীব তো দূরের কথা, মধ্যবিত্তের কাছেও এই চিকিৎসা স্বপ্নের মতো।
ডাঃ শীর্ষ শ্রেয়ান অসম্ভবকে সম্ভব করা এক তরুণ।রাজশাহী মেডিকেলের তরুণ ইন্টার্ন ডাক্তার শীর্ষ শ্রেয়ান ঠিক এখানেই পার্থক্য গড়ে দিলেন।
মাত্র ২৩–২৪ বছরের বয়সে তিনি বিদেশি সংগঠনের সাথে যোগাযোগ শুরু করেন। তার নিরলস প্রচেষ্টা ও দৃঢ়তায় World Stroke Organization, Direct Relief এবং Angels Initiative থেকে মিলে গেল বিশাল এক সহায়তা।তার কল্যাণে বাংলাদেশে এসেছে ১৭ কোটি টাকার Alteplase।এই ঔষধ এখন রাজশাহীর গরীব রোগীদের জন্য ব্যবহারযোগ্য।
এমন এক দেশে, যেখানে এক রাতেই হাজার কোটি টাকার বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়, সেখানে একজন তরুণ ডাক্তার নিজের স্বার্থ বাদ দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য লড়ছে—এটা নিঃসন্দেহে এক বিরল উদাহরণ।
ডাঃ শীর্ষ শ্রেয়ানের মতো মানুষদের খবর প্রায় অদৃশ্য থেকে যায়।এই উদ্যোগ কেবল রাজশাহী নয়, সারা দেশের জন্য অনুপ্রেরণা।
ভবিষ্যতে যদি সরকারি বা বেসরকারি উদ্যোগে এমন ঔষধ সহজলভ্য হয়, তাহলে হাজার হাজার জীবন বাঁচানো সম্ভব
এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ; হিরো হতে ক্যামেরা লাগে না, লাগে শুধু দৃঢ়তা আর মমতা। এক তরুণও চাইলে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। (এলিন মাহবুব এর টাইমলাইন থেকে নেওয়া)