নিজস্ব প্রতিনিধি (সাভার) :“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গতকাল সোমবার ১ সেপ্টেম্বর, দুপুরে আশুলিয়া থানাধীন পূর্ব নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঞ্চল্যকর বায়েজিদ বোস্তামি হত্যাসহ একাধিক ছাত্র হত্যা মামলার প্রধান আসামি মোঃ জলিল উদ্দিন রাজন ভুইয়া (৩৫) কে গ্রেফতার করে। সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন, যুবলীগের ইয়ারপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক।
র্যাব-৪ সিপিসি-২, সাভার ও এজাহার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ০২ সেপ্টেম্বর, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি চৌকষ আভিযানিক দল আশুলিয়া থানাধীন পূর্ব নরসিংহপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে গত বছরের ৫ আগস্টে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর দেশীয় অস্ত্রশস্ত্রে হামলা, নাশকতা ও গুলিবর্ষণের অপরাধসহ চাঞ্চল্যকর বায়েজিদ বোস্তামি হত্যাসহ একাধিক হত্যা মামলার অন্যতম আসামি মোঃ জলিল উদ্দিন যে রাজন ভুইয়া (৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
