# ফরিদপুর গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান ওরফে সাইফুজ্জামান চুন্নুকে লালমনিরহাট গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পদে বদলী, লালমনিরহাট গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ. এইচ.এম শাহরিয়ার কে গাইবান্ধা গনপুর্তের নির্বাহী প্রকৌশলী পদে এবং পিরোজপুর গনপুর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ খাইরুজ্জামানকে ফরিদপুর গনপুর্তের নির্বাহী প্রকৌশলী পদে বদলী করা হয়েছে।এই তিনজন নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এবং ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে #


নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান ওরফে সাইফুজ্জামান চুন্নুকে লালমনিরহাট গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পদে বদলী করা হয়েছে।
এদিকে লালমনিরহাট গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ. এইচ.এম শাহরিয়ার কে গাইবান্ধা গনপুর্তের নির্বাহী প্রকৌশলী পদে এবং পিরোজপুর গনপুর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ খাইরুজ্জামানকে ফরিদপুর গনপুর্তের নির্বাহী প্রকৌশলী পদে বদলী করা হয়েছে।

গত সোমবার ১ সেপ্টেম্বর গনপুর্ত অধিদপ্তরের সংস্থাপন শাখা-১ এর ১০৭৯ নং স্মারকে উপরোক্ত বিসিএস (গনপুর্ত)ক্যাডারের নির্বাহী প্রকৌশলী (সিভিল)কে জনস্বার্থে বদলী করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদায়নের আদেশ প্রদান করা হয়।

গনপুর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার স্বাক্ষরিত বদলীর আদেশে উল্লেখ করা হয় ,বদলীকৃত কর্মকর্তাগন আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় ব্যবস্থায় বর্তমান কর্মস্থলের দ্বায়িত্ব হস্তান্তর পুর্বক যথা সময়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।অন্যথায় ২২ সেপ্টেম্বর তাৎক্ষনিকভাবে অবমুক্ত হয়েছে মর্মে গন্য হবে।
সুত্র জানায় ,এই তিনজন নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এবং ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে।