গাইবান্ধায় সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি আনসার সদস্য জিয়াউর গ্যাং-য়ের !

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

বিশেষ প্রতিনিধি :  ‎গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ি (মাস্টারপাড়া) গ্রামে সাংবাদিক মিলনকে প্রকাশ্যে হত্যার হুমকি আনসার সদস্য জিয়াউর গ্যাং-য়ের! রাস্তা-ঘাটে পেলেই খুন করা হবে বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলনের বাড়িতে দুর্ধর্ষ আসামিরা নৃশংস হামলা চালায়। এসময় তার স্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়। হামলাকারীরা নির্মমভাবে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে ফেলে। শরীরের বিভিন্ন জায়গায় কয়েকটি সেলাই ও রয়েছে। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও লুট করে নিয়ে যায়।

‎পরে সাংবাদিক মিলন থানায় মামলা দায়ের করলে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়ে ঘোষণা দিচ্ছে রাস্তা-ঘাটে কিংবা যেখানেই পাওয়া যাবে, সাংবাদিক মিলনকে খুন করা হবে। এ নিয়ে সাংবাদিক পরিবারসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সাংবাদিক মিলন দীর্ঘদিন ধরে সমাজের দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। তার নির্ভীক কলমের কারণে প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে একের পর এক হামলা চালাচ্ছে।


বিজ্ঞাপন

রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে বাঁচানোর সংগ্রাম এবং ঘরবাড়ি লুটের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাংবাদিক মিজানুর রহমান মিলন আবেগাপ্লুত হয়ে বলেন, আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে অমানবিকভাবে আঘাত করা হয়েছে, তিনি রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ঘরবাড়ি লুট করেছে, এখন আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার প্রতিদিন মৃত্যুভয়ে দিন কাটাচ্ছি। অবিলম্বে আসামিদের গ্রেফতার না হলে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে।

‎এ ঘটনায় সাংবাদিক মহল, স্থানীয় সচেতন নাগরিক ও মানবাধিকারকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকদের উপর এভাবে হামলা ও হত্যার হুমকি স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত। আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে শুধু সাংবাদিক নয়, পুরো সমাজই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাবে।

সাংবাদিক সমাজ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে – হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *